স্বাধীন ডেস্ক :
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান জানিয়েছেন, ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে এবং এটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফল প্রকাশ করা হবে। তিনি উল্লেখ করেছেন যে, ফল প্রকাশে কোনো ধরনের বিলম্ব করা হবে না।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ কথা জানান তিনি।
এনটিআরসিএ-এর একটি সূত্র জানায়, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করার জন্য পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে। অনেক পরীক্ষক ইতোমধ্যে তাদের খাতা মূল্যায়ন করে জমা দিয়েছেন, তবে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছেন সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে এনটিআরসিএ’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান এক সাক্ষাৎকারে জানান, খাতা জমা দেওয়া পরীক্ষকদের সংখ্যা উল্লেখযোগ্য এবং তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।
গত ১৫ মে, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। ওই পরীক্ষায় গড় পাসের হার ছিল ৩৫.৮০ শতাংশ। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী পাস করেন। এর মধ্যে গত ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন তারা।
উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা গত ১৫ মার্চ অনুষ্ঠিত হয়েছিল। প্রাথমিকভাবে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করলেও, পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন চাকরিপ্রার্থী।