শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার

Date: 2024-10-10
news-banner
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বালিশিরা রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, তিনি বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৯ অক্টোবর) তিনি মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে আসেন। প্রোগ্রাম শেষে রাত ১০টার দিকে তিনি শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ঘুমাতে যান। পরের দিন সকালে তার রুমে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ জানালা দিয়ে বিকল্প উপায়ে রুমে প্রবেশ করে এবং তার নিথর দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, রাত ১০টার পর থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে তিনি মারা যান।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের সদস্যরা যানজটে আটকে পড়ায় মরদেহ গ্রহণ করতে ঢাকায় পৌঁছাতে দেরি হলে, মরদেহ এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে হস্তান্তর করা হয় এবং তিনি মরদেহ নিয়ে ঢাকায় রওনা দেন।

বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের আরও কিছু প্রোগ্রামে সালাহ উদ্দিন মাহমুদের অংশ নেওয়ার কথা ছিল। তবে তার অপ্রত্যাশিত মৃত্যুর কারণে এ প্রোগ্রামগুলো বাতিল করা হয়।

Leave Your Comments