সাবেক রেলমন্ত্রীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

Date: 2024-09-17
news-banner

স্বাধীন ডেস্ক :

সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ইমরান হাসান নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় তাকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম মিয়া সুজনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সুজনকে ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে গ্রেপ্তার করা হয়।

Leave Your Comments