মাঝ রাস্তায় যত্রতত্র যাত্রী ওঠা-নামা বন্ধের নির্দেশ

Date: 2024-09-21
news-banner
স্বাধীন ডেস্ক :
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে মাঝ রাস্তায় যাত্রী ওঠা-নামা বন্ধের নির্দেশ জারি করেছে ডিএমপি কমিশনার মো:মাইনুল হাসান। শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে ‘গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে বাস মালিকদের সঙ্গে মতবিনিময় সভায়’ এ নির্দেশনা দেন তিনি।
এই নির্দেশনার উদ্দেশ্য হলো সড়কে যানজট কমানো, দুর্ঘটনা রোধ করা এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা। মাঝ রাস্তায় যাত্রী ওঠানামা করলে অন্যান্য যানবাহনের চলাচল বিঘ্নিত হয় এবং তা থেকে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এ নির্দেশনার আওতায় বিশেষ করে বাস, মিনিবাস এবং অন্যান্য গণপরিবহনকে নির্দিষ্ট স্টপেজ বা নির্ধারিত স্থানে যাত্রী তোলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

এই নির্দেশনা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে, যেমন জরিমানা বা লাইসেন্স বাতিল করার মতো কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

Leave Your Comments