রাশিয়ার রাষ্টীয় টিভি চ্যালেনের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

Date: 2024-09-14
news-banner
রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল আরটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নতুন এই নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। একই সঙ্গে রাষ্ট্রীয় এই টিভি চ্যানেলকে রাশিয়ার গোয়েন্দা যন্ত্রের একটি প্রকৃত হাতিয়ার বলেও অভিযোগ তুলেছেন তিনি। খবর বিবিসির। 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, রুশ সরকার আরটির ভেতরে ঢুকে পড়েছে। এতে সাইবার অপারেশনাল সক্ষমতা ও রুশ গোয়েন্দাদের সঙ্গে সম্পৃক্ত একটি ইউনিট রয়েছে।

তবে সামাজিক মাধ্যম এক্সে অ্যান্টনি ব্লিঙ্কেনের এই মন্তব্য সরাসরি সম্প্রচার করে আরটি জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রের সর্বশেষ ষড়যন্ত্র তত্ত্ব।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্রে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বিষয়ক বিশেষজ্ঞের একটি নতুন পেশা থাকা উচিত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আরটি প্রভাব বিস্তার করতে চেয়ে ছিল এমন অভিযোগের বিষয়ে টিভি চ্যানেলটির প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান জানান, তারা বেশ ভালো শিক্ষক ছিলেন। আরটির অনেক সাংবাদিক যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন। এমনবি মার্কিন অর্থায়নে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করলে কিয়েভের পেছনে একাট্টা হয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমরা। রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ও এর অর্থনীতিকে ঘায়েল করতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে পশ্চিমরা। পাশাপাশি ইউক্রেনকে অর্থ ‍ও অস্ত্র সরবরাহ করছে তারা।

Leave Your Comments