রাজশাহীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান হিরো গ্রেফতার

Date: 2024-09-29
news-banner

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং প্রেমতলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাহমুদুল হাসান হিরোকে (৪৬) গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ। শনিবার রাতে নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাহমুদুল হাসান হিরোর বাড়ি গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামে হলেও তিনি নগরীর তেরখাদিয়া এলাকায় বসবাস করতেন।

আরএমপির গণমাধ্যম শাখার মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাবিনা ইয়াসমিন জানান, মাহমুদুল হাসান হিরো বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি গত ২৫ সেপ্টেম্বর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করেন বাদী রোকনুজ্জামান।

রোববার সকালে গ্রেফতারকৃত হিরোকে আদালতে হাজির করা হলে, আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Leave Your Comments