আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

Date: 2024-11-20
news-banner

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান রাখা হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল জানান, "রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার প্রস্তাবনা রাখা হলে এই আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি হতে পারে। এজন্য সংশোধিত খসড়ায় রাজনৈতিক দল নিষিদ্ধের বিধানটি বাতিল করা হয়েছে। বিচার প্রক্রিয়া যেন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।"

তিনি আরও উল্লেখ করেন, "যদি কোনো রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধ করার দাবি সমাজে ওঠে, তখন বিদ্যমান অন্যান্য আইন ব্যবহার করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব।"

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী প্রস্তাবটি প্রসিদ্ধ আইনজীবী, হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং জাতিসংঘের মানবাধিকার সংগঠনের কাছে পাঠানো হয়েছিল। তাদের মতামত নিয়ে খসড়াটি তৈরি করা হয়। বুধবার এটি উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হলে সংশ্লিষ্ট সদস্যরা বিধানটি বাতিল করার পক্ষে মত দেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে দেওয়া এক বিবৃতিতে আইন উপদেষ্টা বলেছিলেন, আদালত যদি মনে করেন কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারবেন। তবে উপদেষ্টা পরিষদের আলোচনায় এই বিধানকে আইনের সুষ্ঠু প্রয়োগের ক্ষেত্রে বাধা হিসেবে চিহ্নিত করা হয়।

ড. আসিফ নজরুল বলেন, "আমরা বিচারকে নিরপেক্ষ ও সুবিচারযোগ্য রাখতে চাই। রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করার বিধান রাখলে বিচার প্রক্রিয়ার ওপর পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে, যা আমরা এড়াতে চাই।"

আইন সংশোধনের মাধ্যমে বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সরকার সচেষ্ট। সংশোধনীতে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান বাদ দেওয়ার সিদ্ধান্ত বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ও সুষ্ঠু প্রয়োগের প্রতিশ্রুতিকে আরও জোরালো করে।

Leave Your Comments