জামায়াত-শিবিরের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা: মিয়া গোলাম পরওয়ার

Date: 2024-12-31
news-banner

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত-শিবিরের বিরুদ্ধে ব্যাংক লুটেরাসহ যেসব অভিযোগ তোলা হয় তা মিথ্যা ও ভিত্তিহীন। যারা এই ধরনের অপপ্রচার চালান, তাদের নিজের কাজকর্ম আয়নায় দেখে বিচার করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশে সমাজতান্ত্রিক ও কমিউনিস্টরা বারবার ইসলামী ছাত্রশিবিরকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে। তারা বিভিন্ন সময় অপপ্রচার ও মিথ্যা অভিযোগের মাধ্যমে শিবিরের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করেছে। কিন্তু সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ারের মতো প্রতিকূলতার মধ্য দিয়ে শিবির আজ এ অবস্থানে এসেছে। এই সংগঠনকে থামানো কোনো শক্তির পক্ষে সম্ভব নয়।”

তিনি আরো বলেন, “যারা জামায়াত-শিবিরকে চাঁদাবাজ এবং ব্যাংক লুটেরা বলে আখ্যা দেয়, তাদের উচিত আয়নায় নিজেদের চেহারা দেখা। জামায়াত-শিবিরের এসব অপবাদে কোনো সংশ্লিষ্টতা নেই। ছাত্রশিবির লক্ষ-কোটি যুবককে ইসলামী শিক্ষায় ও নৈতিক চরিত্রে শিক্ষিত করেছে।”

তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “যদি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধা দেয়, তবে তা হবে জাতির জন্য মহাদুর্যোগ। জাতির মুক্তির আকাঙ্ক্ষা সফল করতে ঐক্যবদ্ধ থাকা জরুরি।”

সম্মেলনে ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়। এতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলমসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার জাতির উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “সব অপপ্রচার ও মিথ্যাচার ছিন্ন করে একটি শান্তিপূর্ণ ও নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা জুলাই মাসের গণ-অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।”

সম্মেলনে শিবিরের নেতারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়েও আলোচনা করেন।

Leave Your Comments