রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির অভিযান, ১৫৩৮টি মামলা ও ৬২ লাখ টাকার জরিমানা

Date: 2024-10-22
news-banner

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট এবং সড়কে বিশৃঙ্খলার সমাধান খুঁজতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে। যত্রতত্র পার্কিং, যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সৃষ্টি হওয়া যানজট নিরসনের লক্ষ্যে গত দুই দিনে ডিএমপি ১৫৩৮টি মামলা দায়ের করেছে এবং ৬২ লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার (২২ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিএমপি রাতদিন কাজ করছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ৭২টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৪টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক পুলিশ সদস্যরা প্রতিনিয়ত সড়কে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিচ্ছে, যাতে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এবং নগরবাসীর চলাচল সহজ হয়।

ডিসি তালেবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, রাজধানীর যানজট সমস্যা নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশ এবং দেশের অভিজাত বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

Leave Your Comments