রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Date: 2025-01-02
news-banner

বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজবাড়ী আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই অনুশীলন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চর খাপুড়া ও চর রামনগর এলাকায় অবস্থিত রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ায় (আরএমটিএ) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুশীলনকে ঘিরে এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে হেলিকপ্টারযোগে চর খাপুড়ায় অবতরণ করবেন। তাকে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

এই ম্যানুভার অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হবে। অংশগ্রহণ করবে ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স, কমান্ডো এবং অন্যান্য ইউনিট। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো দলও এতে অংশ নেবে।

প্রধান উপদেষ্টা এক ঘণ্টারও বেশি সময় ধরে ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করবেন এবং এরপর সমাপনী বক্তব্য প্রদান করবেন। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

একই দিনে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ায় একটি প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি, তিনি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।

সেনাবাহিনীর এই শীতকালীন ম্যানুভার অনুশীলন দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এটি সামরিক বাহিনীর সামর্থ্য ও দক্ষতার প্রদর্শনী হিসেবে গণ্য হচ্ছে।

রাজবাড়ী জেলার জনগণ ও প্রশাসনের মধ্যে এই আয়োজনে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


Leave Your Comments