সাবেক রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার

Date: 2024-09-17
news-banner

স্বাধীন ডেস্ক :

সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজনকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি মো. ছালেহ উদ্দিন জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় মো. নূরুল ইসলাম সুজনকে আসামি করা হয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের সময় তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সাবেক মন্ত্রীর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে এবং মামলার বিবরণ কী, সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



Leave Your Comments