রোহিঙ্গা ক্যাম্পে পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত ২

Date: 2024-09-16
news-banner
স্বাধীন ডেস্ক :
আজ সোমবার ভোরে কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলী ও কুতুপালং লাল পাহাড় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
নিহতদের মধ্যে একজন হলেন উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের বাসিন্দা নুরুল বশর (৫৫)। তবে আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ওসি শামীম হোসেন জানান, ভোরের দিকে জামতলী লাল পাহাড় ক্যাম্পে আরসা এবং আরএসওর দুটি গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী দুই পক্ষই পরস্পরের দিকে পাল্টা-পাল্টি গুলি চালায়। ঘটনাটি বেশ কিছুক্ষণ চলতে থাকে, তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আরসা এবং আরএসও গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পগুলোর সাধারণ রোহিঙ্গা বাসিন্দাদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

Leave Your Comments