পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: বিএসইসি

Date: 2024-11-08
news-banner

সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে পুঁজিবাজার নিয়ে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো বন্ধে সতর্কতা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে অপতথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজার এবং অর্থনীতিকে অস্থিতিশীল করতে কিছু ব্যক্তি ও গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে। এগুলো ভিত্তিহীন এবং বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে গবেষণা ও বিশ্লেষণ ছাড়া যেকোনো তথ্য প্রচার আইনত শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে যারা গুজব ছড়াচ্ছে তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি বিনিয়োগকারীদের সতর্ক করে বলেন, “রিসার্চ অ্যানালিস্ট ছাড়া অন্য কারো প্ররোচনায় লেনদেন করে প্রতারিত হবেন না।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুঁজিবাজার সম্পর্কিত তথ্য কেবলমাত্র রিসার্চ অ্যানালিস্টরাই গবেষণার ভিত্তিতে প্রকাশ করতে পারেন। অন্য কেউ শেয়ার দরের পূর্বাভাস বা গুজব ছড়ালে তা আইনের ব্যত্যয় হবে। ইতিমধ্যে গুজব ছড়ানোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

বিএসইসি বিনিয়োগকারীদের এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে পুঁজিবাজারে সচেতনতার সঙ্গে বিনিয়োগের অনুরোধ জানিয়েছে।

Leave Your Comments