পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেছেন

Date: 2024-10-09
news-banner
সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তিনি পিএসসির সচিবের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে কমিশনের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মো. সোহরাব হোসাইনের পদত্যাগের ঘটনা আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে, যেখানে পিএসসি সংস্কারের দাবি তোলা হয়েছিল। গত শনিবার (৫ অক্টোবর) আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম পিএসসির সংস্কার নিয়ে তার বক্তব্য দেন। তিনি উল্লেখ করেন, চলমান পরিস্থিতির প্রেক্ষিতে এ সপ্তাহের মধ্যেই পিএসসি সংস্কার করে চাকরির প্রত্যাশীদের পরীক্ষাগুলো শুরু করতে হবে।

তিনি আরও বলেন, "যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক, তাদের প্রয়োজন এবং প্রত্যাশাকে অগ্রাধিকার দিতে হবে। তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো অবহেলা করা যাবে না।"

Leave Your Comments