প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক

Date: 2024-12-03
news-banner

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দল, ধর্মীয় নেতা এবং ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান, বুধবার বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরের দিন তিনি ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকের মূল লক্ষ্য দেশজুড়ে ঐক্যের আহ্বান জানানো।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন প্রধান উপদেষ্টা। এ বৈঠকে দেশের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এই বৈঠকগুলো অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত হচ্ছে। দেশব্যাপী ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ড. ইউনূসের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave Your Comments