শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

Date: 2024-10-29
news-banner

 নরসিংদীর শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে শিবপুর মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাতে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের চৌরবর্দী গ্রামের প্রবাসী হানিফ মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন, ২৮ অক্টোবর শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে এবং বিভিন্ন এলাকা থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন শিবপুরের কারারচর গ্রামের আল আমিন মিয়া, রায়পুরার বাঘাইকান্দি গ্রামের আল-আমিন, নেত্রকোনার জুগলী গ্রামের মোহাম্মদ মাসুদ মিয়া, কলমাকান্দার হল্লাখালি গ্রামের মাজহারুল ইসলাম এবং কুষ্টিয়ার কল্যাণপুর গাইনপাড়ার সোহাগ মিয়া।

গ্রেফতারের সময় পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান ও নগদ টাকা উদ্ধার করেছে। শিবপুর থানা পুলিশ জানায়, এ ধরনের ডাকাতির ঘটনা প্রতিরোধে তারা আরও তৎপর হবে এবং বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave Your Comments