অ্যায়েতরাজ়’-এর সোনিয়া কপূর চরিত্রে ডুবে গিয়ে মায়ের বকুনি খেয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া

Date: 2024-11-10
news-banner

২০০৪ সালের জনপ্রিয় ছবি অ্যায়েতরাজ়-এ প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত সোনিয়া কপূর চরিত্রটি দর্শকদের মনে গেঁথে রয়েছে। ছবিতে প্রিয়ঙ্কার চরিত্রটি ছিল সাহসী, জেদি ও প্রলোভনময়। নিজের যৌন আবেদনে প্রভাবিত করে একজন বিবাহিত পুরুষকে নিজের দখলে নেওয়ার গল্প নিয়ে নির্মিত এই চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা কুড়িয়েছিলেন প্রিয়ঙ্কা।

সোনিয়া কপূরের চরিত্রে নিখুঁতভাবে প্রবেশ করতে গিয়ে প্রিয়ঙ্কা নিজেকে ভেঙেচুরে পুরোপুরি চরিত্রে মিশে যান। এমনকি তার প্রতিদিনের কথাবার্তা, অঙ্গভঙ্গি, এমনকি কফির কাপ ধরার ভঙ্গিমাতেও আসে পরিবর্তন।

এই পরিবর্তন দেখে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া বেশ চটেছিলেন। একদিন প্রিয়ঙ্কা যখন কফির কাপ হাতে তুলে নেন সোনিয়ার ভঙ্গিতে, তখন মা তাকে চোখ রাঙিয়ে বলেছিলেন, “এই মেয়ে, এখানে কোনও ক্যামেরা নেই কিন্তু!”

এছাড়া একদিন নিজের ঘরে সোনিয়া কপূরের মতো প্রলোভনময় ভঙ্গিতে কথা বলছিলেন প্রিয়ঙ্কা, যা দেখে ফেলেন তার মা। মধু সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখেন। বিষয়টি জানতে পেরে প্রিয়ঙ্কা অস্বস্তিতে পড়েন এবং বুঝতে পারেন যে, এবার সোনিয়া কপূরের চরিত্র থেকে বেরিয়ে আসার সময় হয়েছে।

এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা চোপড়া এই ঘটনাগুলি শেয়ার করে জানান, সোনিয়া কপূরের চরিত্রে এতটা মগ্ন হয়ে গিয়েছিলেন যে, সেটি তার ব্যক্তিজীবনেও প্রভাব ফেলেছিল। মায়ের বকুনিই তাকে চরিত্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল।

Leave Your Comments