বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস দীপাবলীর আগের দিন লন্ডনের একটি রেস্তোরাঁয় জমকালো পার্টির আয়োজন করেন। এতে তাদের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং কয়েকজন ইংলিশ অভিনেতাসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন। উৎসবের এই সন্ধ্যায় প্রিয়াঙ্কা লাল শাড়ি ও ম্যাচিং লাল ব্লাউজ পরেছিলেন, আর নিক ছিলেন অফ-হোয়াইট কুর্তা-পাজামায়। রাতে পার্টি শেষে রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় তাদের একসঙ্গে ছবি তোলা হয়, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।
এ পার্টিতে "এনিওয়ান বাট ইউ" ছবির অভিনেতা গ্লেন পাওয়েল এবং আইরিশ অভিনেতা জ্যাক রেনরও উপস্থিত ছিলেন। জ্যাক সামাজিক মাধ্যমে পোস্ট করেন, "গত রাতে গ্লেন পাওয়েলের উপস্থিতি আমাদের আকর্ষণ করেছিল। সঙ্গে ছিলেন নিক ও প্রিয়াঙ্কা - দ্য পারফেক্ট কাপল।" এই মন্তব্য ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রিয়াঙ্কা ও নিক ২০১৮ সালে ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২২ সালে সারোগেসির মাধ্যমে তাদের কন্যা মালতি মেরির জন্ম হয়, যার নাম তারা নিজেদের মায়ের নামের মিলিয়ে রেখেছেন।