প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনা সংস্থা আমেরিকায় স্থানান্তর: ভারতে ফেরার প্রশ্নে ধোঁয়াশা

Date: 2024-12-06
news-banner

ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ধীরে ধীরে বলিউড থেকে হলিউডে তার অবস্থান শক্ত করেছেন। বর্তমানে তিনি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন এবং তার প্রযোজনা সংস্থার কর্মকাণ্ডও পুরোপুরি আমেরিকায় স্থানান্তরিত হয়েছে। সম্প্রতি প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, মুম্বাই থেকে প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থার কার্যক্রম সরিয়ে নেওয়া হয়েছে এবং এখন থেকে সব কাজই হবে আমেরিকা থেকে।

মধু চোপড়ার বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে প্রিয়াঙ্কা আপাতত ভারতীয় ছবির প্রযোজনা বন্ধ রেখেছেন। তবে তিনি জানিয়েছেন, “ঈশ্বর চাইলে প্রিয়াঙ্কা যদি ভারতে আবার ছবি করতে আসে, তখন আমরা আবার ভেবে দেখব।”

প্রিয়াঙ্কা নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি হিন্দি ছবিতে কাজ করতে চান। প্রিয়াঙ্কা বলেন, “আমি বহু চলচ্চিত্র নির্মাতার সঙ্গে দেখা করেছি, চিত্রনাট্য পড়েছি। আমি সত্যিই হিন্দি ছবিতে কাজ করতে চাইছি। তবে এ বছর খুবই ব্যস্ত ছিলাম। তুরুপের তাস আমার আস্তিনেই রয়েছে, সময় মতো বের করব।”

বর্তমানে প্রিয়াঙ্কা তার মেয়ে মালতীর সঙ্গে সময় কাটাচ্ছেন। দীপাবলি উদযাপন থেকে আটার রুটি তৈরি— প্রিয়াঙ্কা মালতীকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করাচ্ছেন। এই বিষয়টি ভক্তদের মধ্যে খুশির সঞ্চার করেছে।

মধু চোপড়া জানান, যখন প্রিয়াঙ্কা হলিউডে কাজ শুরু করেন, তখন ভারতে একটি ভিত্তি রেখে যাওয়ার জন্যই প্রযোজনা সংস্থার সূচনা করা হয়েছিল। এটি ছিল একটি ‘প্ল্যান বি’, যাতে প্রয়োজনে প্রিয়াঙ্কা দেশে ফিরে আবার কাজ শুরু করতে পারেন। প্রযোজনা সংস্থাটি আঞ্চলিক ছবির জন্য কাজ করেছে এবং নতুন পরিচালক ও অভিনেতাদের সহায়তা করেছে।

‘ভেন্টিলেটর’ ও ‘পানি’-এর মতো পুরস্কারপ্রাপ্ত ছবির প্রযোজনার জন্য পরিচিত এই সংস্থা আপাতত আমেরিকা থেকে পরিচালিত হবে। তবে প্রিয়াঙ্কার ভারতে ফিরে হিন্দি ছবিতে কাজ করার ইচ্ছার ওপর নির্ভর করছে ভবিষ্যতের দিক।

প্রিয়াঙ্কার এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে তার হলিউড ক্যারিয়ারের সাফল্য নিয়ে খুশি হলেও, অনেকেই তাকে হিন্দি ছবিতে ফেরার জন্য অপেক্ষা করছেন।

Leave Your Comments