৭২-এর সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ঐক্যের আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির

Date: 2024-10-23
news-banner

 ৭২-এর সংবিধান বাতিল ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আজ বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যৌথ সংবাদ সম্মেলনে সংগঠন দুটি এই দাবি জানায়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তাঁরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে ৭২-এর সংবিধান বাতিল করা এবং রাষ্ট্রপতির পদত্যাগ অত্যাবশ্যক। এসময় তাঁরা সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে এই দাবি আদায়ের জন্য আন্দোলনে নামার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উভয় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং তারা এই আন্দোলনকে আরও বেগবান করার জন্য ছাত্র সমাজ ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।


Leave Your Comments