প্রবাসী প্রেমিককে ভিডিওকলে রেখে নববধূর আত্মহত্যা, একই সময়ে প্রবাসে প্রেমিকেরও আত্মহত্যা

Date: 2024-10-28
news-banner

কুমিল্লার লালমাই উপজেলার বেতুয়ায় হৃদয়বিদারক এক ঘটনায় নববধূ খাদিজা আক্তার ঊর্মি (১৬) তার প্রবাসী প্রেমিক সাফায়েত হোসেনকে ভিডিওকলে রেখে আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। একই সময়ে ওমান প্রবাসে থাকা প্রেমিক সাফায়েতও আত্মহত্যা করেন।

নিহত ঊর্মি কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন মাটিয়ারা গ্রামের বাসিন্দা এবং চৌয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ১৪ অক্টোবর রং মিস্ত্রি আরিফুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের ১৩ দিনের মাথায় প্রবাসী প্রেমিকের সঙ্গে ভিডিওকলে কথা বলার একপর্যায়ে ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে ঊর্মি।

পুলিশ নববধূর ঝুলন্ত মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করে, যেখানে সে ও তার প্রবাসী প্রেমিক একসঙ্গে দাফনের আকুতি প্রকাশ করেছে। চিরকুটে ঊর্মি লেখেন, "চাইছিলাম দুজনে একসঙ্গে বেঁচে থাকতে। বাঁচতে দিল না। এটা সত্যি যে ও আমার প্রথম সাথি। ওরে আমি বিয়ে করছি। কিন্তু ওর জায়গায় আমি অন্য কাউকে দিতে পারি নাই, পারবও না। তোমরা সুখে থেক। আমি ওকে ছাড়া বাঁচতে পারব না।"

এই মর্মান্তিক ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Leave Your Comments