চেং নাং নামের এক চীনা যুবক প্রেমের টানে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিয়ারা গ্রামে এসেছেন। সেখানকার এক সন্তানের জননী অন্তরা খাতুনের সঙ্গে মুসলিম রীতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গত ২২ নভেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। রোববার (১ ডিসেম্বর) বিয়ের পর অন্তরার বাবার বাড়িতে আসেন চেং নাং। বিষয়টি জানাজানি হলে সোমবার (২ ডিসেম্বর) চীনা জামাতাকে এক নজর দেখতে স্থানীয়দের ভিড় জমান।
অন্তরা খাতুন জানান, তার আগের সংসার বনিবনা না হওয়ায় ডিভোর্স দেন। এরপর তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতে যান। সেখানেই একটি রেস্টুরেন্টে চেং নাংয়ের সঙ্গে তার পরিচয় হয়। প্রথম দেখাতেই অন্তরাকে পছন্দ করেন চেং নাং। পরে তাদের মধ্যে ফোন নম্বর ও ফেসবুক আইডি আদান-প্রদান হয়। কথা বলতে বলতে তারা প্রেমে জড়িয়ে পড়েন। চেং নাং বিয়ের প্রস্তাব দিলে বিষয়টি অন্তরার পরিবারে জানানো হয়। পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়।
অন্তরা বলেন, "আমি ডিভোর্সি এবং একটি নয় বছরের মেয়ে আছে, এ কথা জেনেও চেং নাং আমাকে বিয়ে করতে রাজি হয়। আমি তাকে বলেছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। পরে সে ইসলাম গ্রহণ করে আমাকে বিয়ে করে। আমি খুব খুশি।"
চেং নাং বলেন, "অন্তরাকে ভালোবেসে বিয়ে করেছি। তার পরিবার আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। আমিও খুশি। কয়েকদিনের মধ্যেই তাকে চীনে নিয়ে যাব।
অন্তরার বাবা আব্দুর রশিদ বলেন, "প্রথমে সন্দেহ ছিল তারা মানিয়ে নিতে পারবে কি না। কিন্তু তাদের মধ্যে সমঝোতা দেখে বিয়েতে সম্মতি দিয়েছি। এখন আমরা সবাই খুশি।"
অন্তরার মা বলেন, "মেয়ে সংসার করবে, এটা ভাগ্যে ছিল। আল্লাহর কাছে দোয়া করি, তারা সুখে সংসার করুি।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, "এমন ঘটনা আমাদের এলাকায় এই প্রথম। চেং নাং ও অন্তরা যখন বাড়িতে আসেন, তখন তাদের দেখতে লোকজন ভিড় জমায়।"
বিয়ের পর অন্তরা ও চেং নাং ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের এই প্রেম এবং বিয়ে এখন কাজিপুরসহ আশপাশের এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।