প্রেম ভাঙার খবর জানালেন শ্রীলেখা মিত্র, আপাতত কাজে মনোনিবেশ

Date: 2024-11-11
news-banner

টলিউডের স্পষ্টভাষী ও ঠোঁটকাটা অভিনেত্রী শ্রীলেখা মিত্র আবারও আলোচনায় উঠে এসেছেন। সোমবার সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের সাম্প্রতিক প্রেম ভাঙার খবর প্রকাশ করে লেখেন, "হালকা একটা প্রেম হতে গিয়েও শেষমেশ বেঁচে গিয়েছি। রক্ষে করো রগুবীর।"

এই প্রসঙ্গে জানতে চাইলে শ্রীলেখা বলেন, “একটা প্রেম এসেছিল ঠিকই, তবে পরিচিতদের মধ্যে কেউ নন। আচমকাই ভালোবাসার স্বাদ পেয়ে চনমনে হয়ে উঠেছিলাম, কিন্তু সামান্য অগ্রগতিতেই দুজনের মতের অমিল দেখা দেয়। তাই সম্পর্কটি এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নিলাম।”

শ্রীলেখা আরও বলেন, “প্রেম ভাঙার পর কিছুদিন মন খারাপ ছিল, এমনকি আমার বাড়ির পরিচারিকাও আমার কষ্ট দেখে দুঃখ পেয়েছিলেন। তবে নিজেকে বুঝিয়েছি, জীবনের সব অভিজ্ঞতাই মূল্যবান। এই অভিজ্ঞতাগুলোকে গল্পের আকারে সংরক্ষণ করতে চাই।” আপাতত প্রেম ভুলে কাজে মন দিয়েছেন শ্রীলেখা, জীবনের প্রতিটি অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে চলার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

Leave Your Comments