প্রেমের টানে তুরস্ক থেকে সিরাজগঞ্জে এসে মল্লিকাকে বিয়ে করলেন মুস্তফা ফাইক

Date: 2024-11-06
news-banner

 তুরস্কের যুবক মুস্তফা ফাইক প্রেমের টানে পাড়ি জমালেন বাংলাদেশে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মেয়ে মল্লিকার সঙ্গে। রোববার (৩ নভেম্বর) বাংলাদেশে এসে সোমবার (৪ নভেম্বর) রাতে দুই পরিবারের সম্মতিতে শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের মল্লিকাকে বিয়ে করেন তিনি।

জানা গেছে, প্রায় ৩ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন মল্লিকা, যা দেখে মুগ্ধ হন মুস্তফা ফাইক। সেই থেকেই তাদের পরিচয় এবং পরবর্তীতে সম্পর্ক আরও গভীর হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন তারা এবং সিদ্ধান্ত নেন জীবনের বাকিটা পথ একসঙ্গে চলার।

মুস্তফা ফাইক জানান, মল্লিকার প্রতি ভালোবাসা থেকেই তিনি বাংলাদেশে এসেছেন। মল্লিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। বাংলাদেশের মানুষ ও প্রকৃতির প্রশংসা করে তিনি বলেন, এদেশের মানুষের আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে।

অন্যদিকে, মল্লিকা তাদের তিন বছরের সম্পর্কের পরিণতিতে উচ্ছ্বসিত। স্বামীর সঙ্গে তুরস্কে বসবাস করতে শিগগিরই পাড়ি জমাবেন বলে জানান তিনি। বর্তমানে ভিসা প্রসেসিংয়ের কাজ চলছে।

এ খবর জানাজানি হওয়ার পর থেকে মল্লিকার বাড়িতে উৎসাহী এলাকাবাসীর ভিড় লেগে আছে। সবাই মল্লিকার বিদেশি স্বামীকে দেখে খুশি এবং নতুন দম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন।

Leave Your Comments