আজ ১৭ অক্টোবর, বিশ্বব্যাপী পালিত হচ্ছে প্রাক্তনকে ক্ষমা করার দিন। ২০১৮ সালে শুরু হওয়া এই বিচিত্র দিবসটি প্রতি বছর অনানুষ্ঠানিকভাবে পালিত হয়। যদিও দিবসটির কোনো সরকারি স্বীকৃতি নেই, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রাক্তনদের নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে এবং ক্ষমা করার পক্ষে বিভিন্ন মন্তব্য পোস্ট করেন।
প্রেমের সম্পর্ক নানা কারণে ভেঙে যেতে পারে, তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অধিকাংশ মানুষের মনেই প্রাক্তনের প্রতি অভিযোগ, রাগ ও অভিমান জমা হয়। এসব মানসিক ভার কমাতে এবং নিজেকে কষ্ট থেকে মুক্ত করতে প্রাক্তনকে ক্ষমা করা জরুরি। এই দিবসটি সেই ক্ষমা করার প্রক্রিয়াকে উৎসাহিত করতে আসে।
অবশ্য, প্রাক্তনকে ক্ষমা করা সহজ নয়। তবুও মন থেকে অভিযোগ ও ঘৃণা মুছে ফেলে শান্তি খুঁজে পাওয়ার জন্যই দিবসটির সূচনা।