পোশাকের কেরামতিতে খ্যাত উরফি জাভেদ: বিয়ে থেকে কেরিয়ারের উত্থান-পতন নিয়ে তাঁর স্পষ্ট মন্তব্য

Date: 2024-11-08
news-banner

সোশ্যাল মিডিয়ায় সবসময়ই চর্চার কেন্দ্রে থাকেন উরফি জাভেদ। অদ্ভুত ও চমকপ্রদ পোশাকের মাধ্যমে তিনি নিজেকে অনন্য করে তুলেছেন। কখনও ব্লেড, কখনও জিন্স, এমনকি নিজের ছবি দিয়েও পোশাক তৈরি করেছেন তিনি। তাঁর ফ্যাশন পরীক্ষানিরীক্ষা বারবার নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে এই পোশাকের দুনিয়া থেকে বেরিয়ে এবার প্রশ্ন উঠেছে, বিয়ের দিন কেমন সাজবেন উরফি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি জানান, বিয়ের দিন নিয়ে এখনো বিশেষ কিছু ভাবনা নেই তাঁর। তবে তিনি বলেছেন, “এটা মানে এই নয় যে, বিয়েতে কিছুই পরব না। খুব সাধারণভাবেই বিয়েটা করতে চাই, ঠিক যেমন সোনাক্ষী-জাহিরের হয়েছিল। পরিবারের সকলের উপস্থিতিতে শুভ কাজটা সম্পন্ন করতে চাই।”

উরফি তাঁর কেরিয়ারের উত্থান-পতন নিয়ে একটি সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছেন। তিনি জানান, একটা সময় ছিল যখন একের পর এক শো থেকে তাঁকে সরিয়ে দেওয়া হতো, বা তাঁর উপস্থিতি থাকা সত্ত্বেও শো বন্ধ হয়ে যেত। একবার তো এমনও ঘটেছিল যে একটি শোয়ে অডিশনের পর প্রথম দিন শুটিং করতে গিয়ে নির্মাতারা তাঁকে বলেন, তাঁর উপার্জনের ২০ শতাংশ তাঁদের দিতে হবে। চুক্তিতে এমন কোনও শর্ত না থাকায় তিনি রাজি হননি। এরপর তাকে শাস্তিস্বরূপ ২০টি রিটেক করতে বাধ্য করা হয় এবং পরে অভিনয় না পারার অভিযোগ তুলে তাঁকে শো থেকে বাদ দেওয়া হয়।

উরফি বলেন, “ওই সময়টা খুবই কঠিন ছিল। একের পর এক শোতে আমায় বাদ দেওয়া হতো। এখন নির্মাতারা আমায় শোয়ে ডেকে নেন, তবে ওই কঠিন দিনগুলো আজও আমার মনে রয়ে গেছে।”

আজ উরফি তাঁর পোশাকের ব্যতিক্রমী ডিজাইনের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি আলোচিত নাম। একদিকে যেখানে তাঁর অনন্য পোশাকের কেরামতিতে তিনি সমালোচিত, অন্যদিকে সাহসিকতার জন্যও প্রশংসিত।

Leave Your Comments