পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে পুরোনো ভিসানীতিতে ফিরলো শ্রীলঙ্কা

Date: 2024-09-30
news-banner

 পর্যটন  খাতকে আরও জনপ্রিয় করতে এবং আর্থিক সংকট থেকে উত্তরণে শ্রীলঙ্কা পুরোনো ভিসানীতিতে ফিরে গেছে। দেশটির শীর্ষ আদালত ভারতীয় কনসোর্টিয়ামের মাধ্যমে ভিসা প্রদান প্রক্রিয়া স্থগিত করেছে, যার ফলে বিদেশি পর্যটকরা এখন আগের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনামূল্যে ভিসার আবেদন করতে পারবেন। শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকের সরকার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে, ভারতের সঙ্গে চুক্তির আওতায় ভারতভিত্তিক প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের মাধ্যমে পর্যটকদের ভিসা আবেদন করতে ২৫ ডলার ফি পরিশোধ করতে হতো। তবে মানবাধিকারকর্মীদের অভিযোগের ভিত্তিতে আদালত এ প্রক্রিয়া স্থগিত করেছে, কারণ চুক্তিটি স্বচ্ছতার অভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল। অভিযোগ রয়েছে, ভারতীয় কনসোর্টিয়ামটি ১৬ বছরের সময়কালে ২.৭৫ বিলিয়ন ডলার আয় করেছে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভিএফএস গ্লোবালের ভিসা প্রক্রিয়া অনেকের জন্য সমস্যার সৃষ্টি করেছিল, এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। যে কোনো অনিয়ম পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের ফলে শ্রীলঙ্কার পর্যটন খাতের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। নতুন নীতির আওতায় ভিসামুক্ত ভ্রমণের সুবিধা থাকা দেশগুলোর নাগরিকদের আর কোনো প্রসেসিং ফি দিতে হবে না, যা আগের চুক্তি অনুযায়ী বাধ্যতামূলক ছিল।


Leave Your Comments