প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তরুণদের স্বপ্ন দেখার আহ্বান: ‘পরিবর্তনের জন্য স্বপ্ন দেখুন’

Date: 2024-11-03
news-banner

তরুণদের মনস্থির করে স্বপ্ন দেখতে এবং ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কলেজ (এফডব্লিউসি) কোর্সের সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, "বিশেষ করে তরুণদের আমি মনস্থির করতে, চিন্তা করতে ও স্বপ্ন দেখতে উৎসাহিত করি। কারণ স্বপ্নই পরিবর্তনের সূচনা। যদি স্বপ্ন না দেখেন, তবে পরিবর্তনও সম্ভব হবে না।" তরুণদের প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন, "নিজেকে প্রশ্ন করুন, আমি বিশ্বের জন্য কী করতে পারি? আপনি যা করতে চান তা একবার বুঝে নিলে সেই পথেই এগিয়ে যেতে পারবেন, কারণ আপনার সেই ক্ষমতা রয়েছে।"

তরুণ প্রজন্মের শক্তি ও সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, "বর্তমানের তরুণ প্রজন্ম মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। তাদের হাতে প্রযুক্তির বিশাল ক্ষমতা রয়েছে, যা তাদের আরও প্রভাবশালী করে তুলেছে।" প্রযুক্তিকে "আলাদিনের চেরাগের মতো" উল্লেখ করে ড. ইউনূস বলেন, "ছাত্রবিপ্লবগুলোর দিকে তাকালে দেখা যায়, প্রযুক্তি তাদের দ্রুত যোগাযোগ এবং সমন্বয়ের সুযোগ দিয়েছে। তাদের কোনো কমান্ড কাঠামো না থাকলেও প্রযুক্তির মাধ্যমে তারা শক্তিশালী হয়েছে।"

ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "দেশের তরুণেরা একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। তারা রাজনীতিবিদ নয় এবং কোনো রাজনৈতিক স্বার্থও তাদের নেই। তবে তারা নিজেদের জন্য এবং দেশের জন্য একটি ইতিবাচক পরিবর্তন চায়।"

ড. ইউনূসের এই বক্তব্য তরুণদের মনে স্বপ্ন দেখার শক্তি ও বিশ্বাস জাগাতে নতুন উদ্দীপনা যোগাবে বলে মনে করা হচ্ছে।

Leave Your Comments