পরীমনির নতুন প্রেম: ভক্তদের মাঝে কৌতূহল ও জল্পনা

Date: 2024-11-18
news-banner

বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও প্রেমে পড়েছেন—এমন ঘোষণায় তার ভক্তদের মাঝে উত্তেজনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ভিডিওটিতে দেখা যায়, গাড়ির জানালার পাশে দুটি হাত রাখা, আর গাড়ি চলছে। ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, ‘হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি।’ এই এক বাক্যেই ছড়িয়েছে গুঞ্জন, কে এই নতুন প্রেমিক?

পরীমনি এর আগে চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে সংসার করেছিলেন। তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক বছর একাকী সময় কাটিয়েছেন তিনি। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে সিঙ্গেল থাকার বিষয়ে প্রশ্ন করা হলে পরীমনি বলেন, ‘আজীবনের জন্য সিঙ্গেল। তবে বিয়ের পর কেউ আর সিঙ্গেল থাকে না, থাকে ডিভোর্সি।’ এরপর যোগ করেন, ‘প্রেম করতে ইচ্ছে হয় না।’ কিন্তু কয়েক মাসের মধ্যেই তার নতুন প্রেমে পড়ার ঘোষণায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

পরীমনির নতুন প্রেমের খবর শুনে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন সামাজিক মাধ্যমে। কেউ লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর। তোমার জীবনে সুখ ফিরুক।’ আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, ‘পরীরা বারবার প্রেমে পড়ে।’ তবে এই নতুন প্রেমিকের পরিচয় নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল রয়েই গেছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, পরীমনির নতুন প্রেমিক বিনোদন জগতের কেউ হতে পারেন। অন্যদিকে, কেউ বলছেন, তিনি একজন সফল ব্যবসায়ী। আবার কেউ বলছেন, এই ব্যক্তি লেখালেখির সঙ্গে জড়িত। তবে পরীমনি নিজে এ বিষয়ে কোনো কিছুই স্পষ্ট করেননি এবং আপাতত বিষয়টি গোপন রাখার ইঙ্গিত দিয়েছেন।

চলচ্চিত্র জগতের এই জনপ্রিয় অভিনেত্রী এর আগে বহুবার প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে শিরোনামে এসেছেন। তবে তার নতুন প্রেম নিয়ে শুরু হওয়া জল্পনার শেষ কোথায় হবে, সেটি সময়ই বলে দেবে। ভক্তরা আপাতত তার নতুন সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের সুখ কামনা করছেন।

পরীমনির এই ঘোষণায় বিনোদন দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। নতুন প্রেম কি তার জীবনে স্থায়ী সুখ বয়ে আনবে? এ প্রশ্নের উত্তর মিলতে হয়তো আরও কিছুটা সময় লাগবে।

Leave Your Comments