অতিরিক্ত পররাষ্ট্র সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকারকে পররাষ্ট্র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (১০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. নাজমুল হক এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ, রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে পদোন্নতি পেয়েছেন। তার পদোন্নতির আদেশ ১৭ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
বিসিএস ১০তম ব্যাচের কর্মকর্তা মাসুদ মাহমুদ খোন্দকার দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত ছিলেন। চলতি মাসেই তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন এবং সম্প্রতি তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ থেকে তিনি নিঃশর্ত অব্যাহতি পেয়েছেন।
১৯৯১ সালে ফরেন সার্ভিসে যোগদানের পর থেকে মাসুদ মাহমুদ খোন্দকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সাল পর্যন্ত সহকারী সচিব হিসেবে মন্ত্রণালয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন তিনি। এরপর ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত লন্ডন ও ম্যানিলায় বাংলাদেশ মিশনে প্রথম ও দ্বিতীয় সচিব এবং কনস্যুলার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত তিনি রাষ্ট্রাচার অনুবিভাগের ডেপুটি চিফ অব প্রটোকল ও পররাষ্ট্র সচিবের দফতরের পরিচালক ছিলেন।
এরপর অটোয়ায় উপ-হাইকমিশনার হিসেবে কাজ করেন এবং ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত সেখানে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ পর্যন্ত কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১০ সালে তিনি ঢাকায় বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান এবং ২০১১ সালে সার্ক ও বিমসটেক অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এই পদোন্নতির মাধ্যমে মাসুদ মাহমুদ খোন্দকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে নতুন দায়িত্ব পালনের সুযোগ পেলেন, যা তার দীর্ঘ কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।