সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে চূড়ান্ত শুনানি ৩০ অক্টোবর
Date: 2024-10-22
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে চূড়ান্ত শুনানির জন্য আগামী ৩০ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার) পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হয়। পরে বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন নির্ধারণ করেন।
এর আগে, গত ২০ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। তবে বিচারপতি নাইমা হায়দার ছুটিতে যাওয়ায় এই বেঞ্চে রুলের শুনানি স্থগিত ছিল।
রিট আবেদনকারীরা পঞ্চদশ সংশোধনীর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিষয়টি কেন্দ্রীয়ভাবে রয়েছে। আদালত সরকারের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ বিভাগের সচিব এবং সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আট সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়। এই সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া, জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।
আগামী ৩০ অক্টোবর আদালতের চূড়ান্ত শুনানিতে পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more