গুলশান থেকে পিস্তল ও গুলি উদ্ধার

Date: 2024-09-22
news-banner

রাজধানী ঢাকার গুলশান থানার মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও বেশ কয়েকটি গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার, ২২ সেপ্টেম্বর, দুপুরে গুলশানের চেকপোস্ট-১০ এর পাশে লেকপাড়ে ময়লার স্তুপ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি ৭.৬৫ ক্যালিবারের জার্মানির তৈরি পিস্তল, ৭.৬৫ সাইজের ৭ রাউন্ড গুলি, ২২ বোরের ২৩ রাউন্ড গুলি এবং ৩৮ রাউন্ড শর্টগানের কার্তুজ।

এই অস্ত্রগুলোর সাথে কারা জড়িত এবং এগুলো কেন পরিত্যক্ত অবস্থায় সেখানে ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। পুলিশ সূত্র জানিয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি।


Leave Your Comments