ব্রাজিলের দুর্দান্ত প্রত্যাবর্তন: পেরুকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সমর্থকদের মন জয়

Date: 2024-10-16
news-banner
ব্রাজিলের ফুটবল দল দীর্ঘদিন ধরেই সমর্থকদের মন ভরানো খেলা দেখাতে পারছিল না, বিশেষ করে ২০২২ বিশ্বকাপের পর থেকে। উত্থান-পতনের মধ্যে দিয়ে যাচ্ছে সেলেসাওরা, এবং এই সময়ে ব্রাজিলিয়ান ফুটবলে একটি নতুন প্রজন্মের বেড়ে ওঠার প্রক্রিয়াও শুরু হয়েছে। কোপা আমেরিকায় হতাশাজনক পারফরম্যান্সের পর ঘরের মাঠে পেরুর বিপক্ষে সেলেসাওদের সাম্প্রতিক পারফরম্যান্সে অবশেষে আনন্দ খুঁজে পেয়েছে ভক্ত-সমর্থকরা।

বুধবার অনুষ্ঠিত ম্যাচে পেরুর জালে ৪-০ গোলের বিশাল জয় পেয়েছে ব্রাজিল। পেনাল্টি থেকে দুটি গোল করেন রাফিনিয়া। বাকি দুটি গোল আসে আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিকের পা থেকে। ২০২৩ সালের সেপ্টেম্বরে বলিভিয়া এবং পেরুর বিপক্ষে টানা দুই জয় পাওয়া ব্রাজিলের জন্য এটি ছিল পরপর দুই ম্যাচে জয় পাওয়ার প্রথম ঘটনা।

ব্রাজিল দলের প্রভাবশালী খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র এই ম্যাচে ছিলেন না। এছাড়া দলের শুরুর একাদশে রাখা হয়নি এন্ড্রিককে, যিনি ইতোমধ্যে ‘বিস্ময়বালক’ হিসেবে পরিচিতি পেয়েছেন। তবে রাফিনিয়া ছিলেন দলের সবচেয়ে বড় ভরসা, যিনি বার্সেলোনার হয়ে দুর্দান্ত ছন্দে আছেন এবং জাতীয় দলের জার্সিতেও সেই ফর্ম টেনে এনেছেন।

৩৪ মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) মাধ্যমে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন রাফিনিয়া। ম্যাচের শুরুতেই, ১১ মিনিটে পেরুর এক গোল বাতিল হয় অফসাইডের কারণে। এরপর রাফিনিয়া ২৪ মিনিটে একটি দুর্দান্ত ভলি করেন, যা ক্রসবারে লেগে ফিরে আসে।

এই জয়ের ফলে ব্রাজিল সমর্থকরা নিশ্চিতভাবেই নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন পর টানা দুটি জয়ের মাধ্যমে ব্রাজিল ফুটবলে পুনরায় উদ্দীপনা ফিরেছে।

Leave Your Comments