পাটনায় ‘পুষ্পা ২: দ্য রুল’-এর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উত্তেজনা, জনতার ভিড়ে ভাঙল ব্যারিকেড

Date: 2024-11-18
news-banner

দীর্ঘ প্রতীক্ষার পর ১৭ নভেম্বর ২০২৪, মুক্তি পেল ‘পুষ্পা ২: দ্য রুল’-এর ট্রেলার। ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পাটনার গান্ধী ময়দানে। উপস্থিত ছিলেন ছবির দুই প্রধান তারকা অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনা। তবে ভক্তদের উন্মাদনা এক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার ফলে অনুষ্ঠানটি বাধাগ্রস্ত হয়।

শুরুতে গান্ধী ময়দানে ভিড় তেমন না থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভক্তদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনাকে এক নজর দেখার জন্য ভক্তরা চরম উন্মাদনায় মেতে ওঠেন। সকাল থেকেই ময়দানে মানুষজন ভিড় জমাতে শুরু করেন।

অতিরিক্ত ভিড়ের কারণে এক পর্যায়ে কিছু দর্শক ব্যারিকেড ভেঙে মঞ্চের দিকে এগিয়ে যান। অনেকে সাউন্ড টাওয়ারে উঠে পড়েন, যা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। জনতার এই উত্তেজনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। পাটনার সিনিয়র সুপারিটেনডেন্ট অফ পুলিশ রাজিব মিশ্র জানান, ‘‘সকলের ওপর নয়, শুধুমাত্র ব্যারিকেড ভেঙে এগিয়ে আসা ব্যক্তিদের সরাতে পুলিশ লাঠিচার্জ করেছে।’’

অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা মাত্র কিছু সময় মঞ্চে উপস্থিত থাকার পর পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। তাদের নিরাপত্তার স্বার্থে তারকারা দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। দর্শকদের মধ্যে কিছু মানুষ উত্তেজিত হয়ে জুতো ও হাওয়াই চটি ছুড়তে শুরু করেন।

দু’বছরের বেশি সময় ধরে শুটিং করা ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি মুক্তি পেতে চলেছে পাঁচটি ভাষায়। টিম ‘পুষ্পা’ বিভিন্ন ভাষাভাষী দর্শকদের জন্য আলাদা প্রচারণার পরিকল্পনা করেছে। ট্রেলার মুক্তির এই অনুষ্ঠানেও দর্শকদের বিপুল আগ্রহ প্রমাণ করেছে ছবিটির প্রতি তাদের ভালোবাসা।

যদিও অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তবে ছবিটির প্রতি ভক্তদের ভালোবাসা ও প্রত্যাশা স্পষ্ট। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তৎপরতা ও নিরাপত্তার ব্যবস্থা প্রশংসনীয় হলেও, এত বিশাল ভিড় সামাল দেওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। ‘পুষ্পা ২: দ্য রুল’-এর জন্য এখন সবাই অপেক্ষা করছে এর প্রেক্ষাগৃহে মুক্তির দিন।


Leave Your Comments