অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রমজানের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠকে ড. ইউনূস ফিলিস্তিনের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তাঁর আশাবাদ প্রকাশ করেন। এছাড়াও, ফিলিস্তিনের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রমজান জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে বলেন, "ড. ইউনূসের বক্তব্য ফিলিস্তিনি ইস্যুতে একটি অত্যন্ত প্রয়োজনীয় স্পটলাইট তৈরি করেছে।" তিনি আরও জানান, বাংলাদেশে চিকিৎসা শিক্ষা গ্রহণ শেষে প্রায় ৬০ জন ফিলিস্তিনি চিকিৎসক গাজায় রোগীদের সেবা দিচ্ছেন এবং আরও দুই শতাধিক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আসার অপেক্ষায় রয়েছেন।
এর আগে, ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তৃতাকালে ড. ইউনূস বিশ্ব নেতাদের প্রতি ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার জন্য অবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, "ফিলিস্তিনের পরিস্থিতি শুধু আরব বা মুসলিমদের নয়, বরং সমগ্র মানবতার জন্যই উদ্বেগের বিষয়।"
ড. ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে আন্তরিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনতে পারে।