অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্যে ভাঙনের সুর, আলোচনায় সালমান ও ঐশ্বর্যা রাইয়ের অতীত সম্পর্ক

Date: 2024-11-16
news-banner

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের ১৭ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। বলিপাড়ায় চলছে নানা আলোচনা। সম্প্রতি, বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যার দূরত্ব এবং অভিষেকের ব্যক্তিগত জীবনের নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন তুঙ্গে।র

গত ১ নভেম্বর ছিল ঐশ্বর্যার জন্মদিন। তবে এবার অভিষেকের তরফে কোনো সামাজিক মাধ্যম পোস্ট বা শুভেচ্ছা দেখা যায়নি, যা আগের বছরগুলোর নিয়মিত দৃশ্য ছিল। এমনকি ঐশ্বর্যাকে বচ্চন পরিবারের সাম্প্রতিক কোনো পারিবারিক অনুষ্ঠানে দেখা যায়নি। এই অবস্থায় অভিষেকের একটি ডিভোর্স সম্পর্কিত পোস্টে ‘লাইক’ দেওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে।

বলিপাড়ার অন্দরমহলে শোনা যাচ্ছে, অভিষেক অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিষেক বা বচ্চন পরিবারের কেউ।

ঐশ্বর্যার প্রাক্তন সালমান খানের একটি পুরনো মন্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। এক চ্যাট শো-তে সালমান ঐশ্বর্যার বর্তমান জীবনের প্রশংসা করে বলেন, "সে এখন খুব সুন্দর এক পরিবারের অংশ। আমি সত্যিই তার জন্য খুশি। অভিষেকও চমৎকার ছেলে। একজন প্রাক্তন হিসেবে তার জন্য শুভকামনা রইল।"

সম্প্রতি ‘গ্রে ডিভোর্স’ বা দীর্ঘ বিবাহিত জীবনের পর বিচ্ছেদের বিষয়টি নিয়ে বলিউডে আলোচনা শুরু হয়েছে। অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কের টানাপোড়েন এই আলোচনার কেন্দ্রে। যদিও বচ্চন পরিবার বা ঐশ্বর্যা এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

বলিউডের একাংশের মতে, তারকা দম্পতির সম্পর্ক নিয়ে গুঞ্জন মাঝেমধ্যেই চর্চায় আসে। তবে অভিষেক ও ঐশ্বর্যার মতো শক্তিশালী ব্যক্তিত্বের জুটি সত্যিই বিচ্ছেদের পথে হাঁটছে কিনা, তা নিশ্চিতভাবে জানার জন্য অপেক্ষা করতে হবে তাদের আনুষ্ঠানিক ঘোষণার।

গুঞ্জন সত্যি হোক বা মিথ্যা, এই তারকা জুটির ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল বহাল তবেই।

Leave Your Comments