বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের বিবাহিত জীবনে ফাটল ধরেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ক্রমশ জোরালো হচ্ছে। যদিও তাঁদের মধ্যে দূরত্বের সঠিক কারণ এখনো স্পষ্ট নয়, তবে গুঞ্জনে উঠে আসছে সংসারে বনিবনার অভাব এবং অভিষেকের পরিবারের সঙ্গে ঐশ্বর্যার দূরত্বের কথা।
সম্প্রতি অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে অভিষেক বচ্চন পুরো পরিবার নিয়ে হাজির হলেও সেখানে উপস্থিত ছিলেন না ঐশ্বর্যা ও তাঁদের মেয়ে আরাধ্যা। মা-মেয়ে অনেক পরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। এই ঘটনা দাম্পত্য কলহের গুঞ্জনকে আরও জোরদার করে তোলে।
নেট দুনিয়ায় ঘুরছে আরও একটি জল্পনা—অভিষেক ও ঐশ্বর্যার সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির উপস্থিতি! এই তৃতীয় ব্যক্তি হিসেবে অভিনেত্রী নিমরত কৌরের নাম উঠে এসেছে। অভিষেক এবং নিমরত একসঙ্গে ‘দশভি’ ছবিতে কাজ করেছেন, এবং শুটিং সেট থেকেই তাঁদের ঘনিষ্ঠতার শুরু বলে গুঞ্জন চলছে। যদিও এ বিষয়ে অভিষেক, ঐশ্বর্যা বা নিমরত কেউই কোনো মন্তব্য করেননি।
নিমরতকে নিয়ে গুঞ্জনের সূত্রপাতের পর থেকেই নেটিজেনদের একাংশ তাঁকে ঘিরে সমালোচনা করতে শুরু করেছে, অন্যদিকে ঐশ্বর্যার প্রতি সহানুভূতির ঢল নেমেছে।
এ সময় নেটপাড়ায় ভাইরাল হয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে নিমরতের একটি পুরনো ঘটনা। ‘দশভি’ ছবিতে নিমরতের অভিনয়ে মুগ্ধ হয়ে অমিতাভ নিজে তাঁকে ফুল ও চিঠি পাঠান, যা পেয়ে আবেগাপ্লুত হয়ে নিমরত ইনস্টাগ্রামে সেই চিঠির ছবি পোস্ট করেন এবং অমিতাভের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্য কলহের গুঞ্জন এবং নিমরতের নাম উঠে আসায় বলিউডের এই বিতর্ক কী মোড় নেয়, তা নিয়ে এখন দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।