অভিনয়ে আগ্রহ প্রকাশ শালিনী পাসির, দেশাত্মবোধক ছবিতে কাজের ইচ্ছা

Date: 2024-11-11
news-banner

দিল্লির বিশিষ্ট শিল্প বিশেষজ্ঞ এবং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় শালিনী পাসি সম্প্রতি অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ‘ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’-এ ঋদ্ধিমা কাপুর সাহানি, কল্যাণী সাহা চাওলা, মাহিপ কাপুর, নীলম সোনি, ভাবনা পাণ্ডে এবং সীমা সজদেহের সঙ্গে উপস্থিত হওয়ায় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসেন তিনি। ৪৮ বছর বয়সেও সৌন্দর্য ধরে রাখার জন্য নেটিজেনদের মাঝে প্রশংসিত হন শালিনী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শালিনী বলেন, “আগে বহু ছবির প্রস্তাব পেয়েছি, কিন্তু তখন কাজ করা হয়নি। সাদা-কালো ছবির প্রতি আমার আজও ভালোবাসা অটুট।” রোমান্টিক ছবির প্রতি আগ্রহ না থাকলেও দেশাত্মবোধক ছবির প্রতি ভালোবাসা রয়েছে শালিনীর। তিনি বলেন, “সানি দেওলের ‘গদর’, ‘গদর ২’-এর মতো দেশাত্মবোধক ছবিতে কাজ করার সুযোগ পেলে অবশ্যই রাজি হব।”

ছোটবেলা থেকেই অভিনয়ের ইচ্ছা থাকলেও প্রথমেই সুযোগের অভাবে তা সম্ভব হয়নি। তবে এখনও যদি নায়িকার জন্য উপযুক্ত কোনো চরিত্রে কাজের প্রস্তাব আসে এবং চরিত্রটি পছন্দ হয়, তাহলে শালিনী তার অনুরাগীদের জন্য সেই ছবিতে অভিনয় করতে প্রস্তুত বলে জানান।

Leave Your Comments