অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন, যার মাধ্যমে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের শীর্ষ কর্মকর্তা ও অন্যান্য উপদেষ্টারা। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন বিশিষ্ট ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তবে তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনো জানা যায়নি। এর আগে, চার দফায় অন্তর্বর্তী সরকারের মোট ২১ জন উপদেষ্টা শপথ নেন।
৮ আগস্ট প্রথম পর্বে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। সেদিন ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা শপথ নিতে পারেননি। পরে ১১ আগস্ট সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় এবং ১৩ আগস্ট ফারুক-ই-আজম শপথ নেন। ১৬ আগস্ট আরও চার জন উপদেষ্টা শপথ নেন, যা অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা ২১ জনে নিয়ে যায়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। বৈষম্যবিরোধী আন্দোলন ও উত্তাল পরিস্থিতির কারণে সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যার নেতৃত্বে আছেন ড. মুহাম্মদ ইউনূস। এই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা।
নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে আরো গতিশীলতা আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more