অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন

Date: 2024-11-18
news-banner

 অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে ‘আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এতে বক্তব্য রাখবেন এবং মন্ত্রণালয়ের ১০০ দিনে গৃহীত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।

সোমবার (১৮ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে আইন মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ ও অগ্রগতি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের শুরু থেকে এ পর্যন্ত আইন মন্ত্রণালয়ের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও তথ্য উপস্থাপন করা হবে।

Leave Your Comments