ঢাকাই চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরি: মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়েছে চোর

Date: 2024-12-03
news-banner

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে তার বাসা থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

অভিনেতা জানান, চুরির ঘটনা ঘটে তার সকালবেলার হাঁটার সময়। তিনি বলেন, “সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে মর্নিং ওয়ার্কে বের হয়েছিলাম। প্রায় ৪০ মিনিট পর, ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে দেখি, ড্রয়িংরুম থেকে আমার দুটি মোবাইল ফোন এবং আমার পিএস আরিফের একটি ফোন চুরি হয়ে গেছে। ড্রয়ারে রাখা ২২ হাজার টাকাও চোর নিয়ে গেছে।”

চুরি যাওয়া মোবাইলগুলোর মধ্যে ছিল একটি স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা, একটি অপ্পো এবং আরিফের ব্যবহৃত ইনফিনিক্স ফোন। চুরি হওয়ার সময় বাসায় কেউ ছিলেন না বলে ধারণা করা হচ্ছে।

ওমর সানীর বিশ্বাস, তার দেওয়া আইএমইআইসহ মোবাইল ফোনের বিস্তারিত তথ্য পুলিশকে সহায়তা করবে চোরদের দ্রুত শনাক্ত করতে। তিনি আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেবে।

এদিকে, এ ঘটনা তার পরিবার ও আশপাশের এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং চোরদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করছে।

Leave Your Comments