ঐশ্বর্যা রাই বচ্চনের জন্মদিন আজ

Date: 2024-11-01
news-banner
 আজকের তারিখে জন্মগ্রহণ করা ঐশ্বর্যা রাই বচ্চন তাঁর ক্যারিয়ারের অসাধারণ সাফল্যের জন্য সারা বিশ্বজুড়ে প্রশংসিত। মিস ওয়ার্ল্ড ১৯৯৪-এর খেতাব অর্জন করে মডেলিংয়ে নিজের জায়গা তৈরি করার পর, তিনি তামিল ছবি "ইরুভার" (১৯৯৭) দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর "হাম দিল দে চুকে সনম" এবং "দেবদাস"-এর মতো জনপ্রিয় হিন্দি ছবিগুলো তাঁকে বলিউডে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে।

বিশ্বজুড়ে সমাদৃত এই অভিনেত্রী শুধু হিন্দি নয়, বিভিন্ন ভাষার ছবিতেও অভিনয় করে সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। ধুম ২ (২০০৬)-এ অভিনয়ের মাধ্যমে বক্স অফিসে তিনি বাজিমাত করেন, যার মাধ্যমে তাঁকে একজন অন্যতম বড় বলিউড অভিনেত্রীর তকমা দেয়া হয়। গুরু (২০০৭) এবং যোধা আকবর (২০০৮) ছবিগুলোর সাফল্য তাঁর অভিনয় দক্ষতা আরও মজবুত করেছে।

২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে বচ্চন পরিবারের পুত্রবধূ হন। বচ্চন পরিবারে যুক্ত হওয়ার পরও তিনি বিভিন্ন ছবিতে অভিনয় করে তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

Leave Your Comments