আশুলিয়ায় ছাত্র-জনতার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সাবেক ওসি সায়েদ গ্রেপ্তার

Date: 2024-10-31
news-banner
ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৪৬ জনকে গুলি করে হত্যার পর তাদের লাশ গুনে ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে ফেলার মূল পরিকল্পনাকারী সাবেক ওসি এএফএম সায়েদকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠানো হয়। তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নিজেকে আড়াল করতে বিভিন্ন কৌশল গ্রহণ করলেও শেষপর্যন্ত তা ব্যর্থ হলে সায়েদ অবৈধ পথে দেশত্যাগের পরিকল্পনা করেন। বিষয়টি আঁচ করতে পেরে ইমিগ্রেশনসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে সায়েদের বিষয়ে নজরদারি বাড়াতে নির্দেশনা দেওয়া হয়, যার ফলশ্রুতিতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এএফএম সায়েদ ২০০৬ সালের ৫ মার্চ যশোর জেলা পুলিশ লাইনে এসআই পদে যোগ দেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাপটে তিনি ঢাকা জেলার চাকরিতে দীর্ঘ ১০ বছর ১০ মাস ৬ দিন কাটান, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

Leave Your Comments