জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Date: 2024-09-29
news-banner

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি ও তার সফর সঙ্গীরা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এটি ছিল তার প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ। সফরকালে ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি সাইড লাইনের ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।

সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান। চার দিনের এই সফরে তিনি অত্যন্ত কর্মব্যস্ত সময় পার করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave Your Comments