বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নির্বাহী বোর্ডের সভা আজ
Date: 2024-09-29
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আজ রবিবার তাদের নির্বাহী বোর্ডের ১০১তম সভা ডেকেছে। এনটিআরসিএ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এনটিআরসিএ সূত্রে জানা যায়, আজকের সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। সভায় ভুল চাহিদায় যোগদান করতে না পারা শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি এনটিআরসিএ’র কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হবে।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট এনটিআরসিএ পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশ করে। এই সুপারিশে পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ২২,০৩৩ প্রার্থীর মধ্য থেকে ১৯,৫৮৬ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়।
এর আগে গত ৩১ মার্চ এনটিআরসিএ ৯৬,৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩,২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৩,৪৫০টি পদে নিয়োগ দেওয়ার কথা থাকলেও পর্যাপ্ত প্রার্থী না থাকায় ২০ হাজারের কম প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more