জেন-জি’ নামে নতুন সিম প্যাকেজ চালু করেছে টেলিটক

Date: 2024-09-24
news-banner

টেলিটক বাংলাদেশ সম্প্রতি ‘জেন-জি’ নামে নতুন সিম প্যাকেজ চালু করেছে, যা শুধুমাত্র ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী এবং যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে, তাদের জন্য প্রযোজ্য। এই প্যাকেজটি মূলত দেশের ‘জেনারেশন জেড’ প্রজন্মের জন্য তৈরি করা হয়েছে। যারা প্রযুক্তির সাথে বেড়ে উঠছে এবং ডিজিটাল বিশ্বের সাথে খাপ খাইয়ে চলতে সক্ষম। টেলিটক এই প্রজন্মকে উদ্ভাবনী এবং সামাজিকভাবে সচেতন করতে এ ধরনের সিম প্যাকেজ বাজারে এনেছে।

সিম কেনার জন্য গ্রাহকদের এনআইডি বাধ্যতামূলক। সিমটি কেনার পর বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে তা সক্রিয় করা হবে। সিম অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রাহক কিছু প্রি-লোডেড উপহার পাবেন। উপহার হিসেবে থাকছে:

  • ১৫ দিন মেয়াদে ৫ টাকা প্রি-লোডেড ব্যালেন্স,
  • ৭ দিন মেয়াদে ফ্রি ১ জিবি ডাটা,
  • ৭ দিন মেয়াদে ফ্রি ১০০ এসএমএস।

এই সিম প্যাকেজটির মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য, যারা নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণার সাথে মানিয়ে চলছে এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।


Leave Your Comments