নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা সোমবার অনুষ্ঠিত হবে
Date: 2024-12-01
নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম কমিশন সভা আগামী সোমবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। এটি ১৪তম নির্বাচন কমিশনের প্রথম আনুষ্ঠানিক সভা।
সভায় উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনের চারজন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় আলোচ্য বিষয়সমূহ:
১. কমিটি গঠন: নির্বাচন কমিশন (কার্যপ্রণালি) বিধিমালা ২০১০-এর বিধি ৩(২) অনুসারে চারজন কমিশনারের নেতৃত্বে পৃথক চারটি কমিটি গঠন করা হবে।
২. ভোটার তালিকা হালনাগাদ: ভোটার তালিকা হালনাগাদের জন্য বিশেষ কর্মসূচি প্রণয়ন নিয়ে আলোচনা করা হবে।
৩. সীমানা নির্ধারণ: জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিগুলো নিয়ে কমিশনকে অবহিত করা হবে।
৪. বিবিধ: অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে।
নতুন সিইসি হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব তহমিদা আহমদ, এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এই সভার মাধ্যমে নতুন কমিশন তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এটি দেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে নতুন দিকনির্দেশনা দেওয়ার প্রত্যাশা করছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more