নবনিযুক্ত সিইসির প্রতিশ্রুতি: সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দেব

Date: 2024-11-24
news-banner

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীন বলেছেন, "আমাদের নিয়ত সহি। জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা প্রয়োজন, তাই করব।"

রোববার (২৪ নভেম্বর) শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিইসি আরও বলেন, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা নির্বাচন কমিশনের আছে। তিনি অতীতেও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হয়েছেন বলে উল্লেখ করেন।

এদিন দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম মো. নাসির উদ্দীন এবং নির্বাচন কমিশনের অন্যান্য চার কমিশনার শপথ নেন। শপথ অনুষ্ঠানটি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা। শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ২১ নভেম্বর (বৃহস্পতিবার), সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনার নিয়োগ দেন। নতুন নিয়োগপ্রাপ্ত কমিশনাররা হলেন:

  • সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার
  • সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ
  • সাবেক যুগ্ম সচিব তহমিদা আহ্‌মদ
  • ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

সিইসি এ এম এম মো. নাসির উদ্দীন তার বক্তব্যে দেশবাসীর প্রতি আস্থা রেখে বলেন, "অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সব ধরনের বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা আমাদের দায়িত্ব পালন করব।"

নবনিযুক্ত সিইসি ও কমিশনারদের দায়িত্ব গ্রহণে নির্বাচন কমিশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave Your Comments