নির্বাচনের সময় ঠিক করবেন সরকারের প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

Date: 2024-10-19
news-banner

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন যে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করবেন সরকারের প্রধান উপদেষ্টা, ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টাই একমাত্র ব্যক্তি যিনি নির্বাচন ঘোষণার এখতিয়ার রাখেন।

আসিফ নজরুল বলেন, “সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি যে আগামী বছরের মধ্যে নির্বাচন হতে পারে, তবে এর জন্য অনেকগুলো ফ্যাক্টর বা শর্ত রয়েছে। সেই সময় এগুলো পুরোপুরি ব্যাখ্যা করার সুযোগ পাইনি, কিন্তু সরকারের বক্তব্য থেকে সবাই বুঝতে পারবেন যে নির্বাচনের জন্য সংস্কার এবং রাজনৈতিক সমঝোতার কথা বলা হচ্ছে। এগুলোই নির্বাচনের মূল ফ্যাক্টর।”

তিনি আরও উল্লেখ করেন যে নির্বাচনের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রয়োজন, যেমন সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, সঠিকভাবে ভোটার তালিকা প্রণয়ন ইত্যাদি। তিনি বলেন, “এ সব ফ্যাক্টর ঠিক থাকলে হয়তো আগামী বছর নির্বাচন হতে পারে। তবে এটি আমার প্রাথমিক অনুমান।”

তিনি গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন সম্পর্কে বলেন, তার শর্তভিত্তিক অনুমানকে নির্বাচনের ঘোষণার মতো করে দেখানো হয়েছে, যা সঠিক নয়। তিনি বিনয়ের সঙ্গে বিষয়টি পরিষ্কার করে বলেন, “নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পলিসি সিদ্ধান্ত, যার সময় ঠিক করবেন সরকারের প্রধান উপদেষ্টা। তিনিই একমাত্র ব্যক্তি যিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন।”

এই ব্যাখ্যার মাধ্যমে আসিফ নজরুল নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন এবং জানান দিয়েছেন যে নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র প্রধান উপদেষ্টার হাতেই থাকবে।

Leave Your Comments