আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সার্চ কমিটির প্রধান হিসেবে মনোনীত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা যায়, এই মনোনয়ন প্রধান বিচারপতির অনুমোদনক্রমে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সার্চ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনমুখী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিনি আরও জানান, সার্চ কমিটি গঠনের পর নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে এবং তার পরবর্তী পর্যায়ে ভোটার তালিকা সংশোধন কার্যক্রম পরিচালিত হবে।
তিনি বলেন, "আমরা অসাধারণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার প্রত্যয়ে এগোচ্ছি। ভুয়া নির্বাচনের সুযোগ দেওয়া হবে না।"
সার্চ কমিটির কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে নির্বাচনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন পুনর্গঠনের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।